দল ছাড়ার কথা বার্সাকে জানিয়ে দিলেন মেসি!
বার্সেলোনা ছাড়ছেন মেসি; বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন। গত কয়েক দিনে এই গুঞ্জন জোরালো হয়েছে। অবশেষে গুঞ্জনই সত্যি হতে চলেছে। দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। বিস্ময়ভরা খবর হলেও এমনই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি তাদের খবরে বলেছে, বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষকে ফ্যাক্স করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনার যে চুক্তি রয়েছে, তা বাতিল করার জন্য বার্সেলোনাকে মেসি অনুরোধ করেছেন বলে খবরে জানানো হয়েছে ।
মেসি বার্সেলোনা ছাড়তে পারেন, অনেকে এটা কল্পনাতেও ভাবতে পারেন না। বার্সেলোনা বলতে অনেকে মেসিকেই বোঝেন। বার্সাও এতোদিন মেসিকে কেন্দ্র করেই তাদের সব পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পর সব হিসেব যেন পাল্টে যায়।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সা ৮-২ গোলের বিশাল ব্যবধানে হার মানার পর মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চাউড় হয়। মঙ্গলবার বিকেলে এসে জানা যায়, মেসি স্প্যানিশ জায়ান্টদের হয়ে আর খেলতে চান কিনা তা জানে যাবে আজই। এরই কয়েক ঘণ্টা পর দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার কথা বার্সা কর্তৃপক্ষকে ফ্যাক্স করে জানান মেসি।
বিশ্ব ফুটবলের অনেক মহারথীও মেসির বার্সা ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন। বার্সায় মেসির দীর্ঘদিনের সতীর্থ কার্লোস পুয়োল টুইট করে লিখেছেন, 'সম্মান ও প্রশংসা লিও, আমার সমর্থন রইল বন্ধু।'
স্প্যানিশ রেডিও ওন্দাচেরোর ক্রীড়া বিভাগের প্রধান আলফ্রেডো মার্তিনেজ টুইটে লিখেছেন, 'আজকের দিনটা বার্সেলোনা সমর্থকদের জন্য খুব দুঃখের। মেসি আর বার্সায় থাকতে চান না, তা তিনি জানিয়ে দিয়েছেন।' সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের বৈশ্বিক ক্রীড়া প্রতিবেদক রব হ্যারিস টুইট করেছেন, 'লিওনেল মেসির ক্লাব ছাড়ার ইচ্ছার কথা নিশ্চিত করেছে বার্সেলোনা।'
আগামী বছরের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি রয়েছে। কিন্তু মেসির ইচ্ছায় বার্সাও সায় দিলে ছিন্ন হতে যাচ্ছে দীর্ঘ দিনের বন্ধন। ১৩ বছর বয়স থেকে যে ক্লাবের হয়ে খেলে আসছেন মেসি, ৩৩ বছর বয়সে সেই ক্লাবকে বিদায় জানাতে যাচ্ছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।