দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ সাইফ হাসান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম দফায় করা করোনা পরীক্ষার ফলে জানা যায় ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লির আক্রান্ত হওয়ায় খবর। গত রোববার বিসিবি জানায়, নিক লি দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। কিন্তু সাইফ হাসান পজিটিভই থেকে গেছেন। বিসিবির একটি সূত্র বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
একটি বিবৃতির মাধ্যমে গত ৮ সেপ্টেম্বর সাইফ হাসানের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় বিসিবি। এরপর সাইফ নিজ বাসাতেই আইসোলেশনে চলে যান। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। কোনো উপসর্গও ছিল না। যে কারণে আক্রান্ত হওয়ার সাত দিনের মাথায় সাইফের দ্বিতীয় পরীক্ষা করা হয়। কিন্তু এই পরীক্ষাতেও করোনা পজিটিভ জাতীয় দলের তরুণ ওপেনার।
করোনায় আক্রান্ত হওয়ার কারণে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে সাইফ হাসানকে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছেন বিসিবির সূত্রটি। তবে সাইফের শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার জন্য সময় পাচ্ছেন দেশের হয়ে দুটি টেস্ট খেলা ডানহাতি এই ব্যাটসম্যান। প্রত্যাশিত সময়ের মধ্যে সুস্থ হয়ে গেলে সাইফকে নিয়েই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল।
যদিও বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্যই অন্ধকারে পড়ে গেছে। কোয়ারেন্টিন জটিলতায় দুই বোর্ডের মধ্যে শুধু চিঠি চালাচালিই চলছে। কিন্তু কোনো সিদ্ধান্ত আসছে না। শ্রীলঙ্কা জানিয়েছিল, ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে। কিন্তু বিসিবি জানিয়ে দেয়, ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়।
এর একদিন পর শ্রীলঙ্কান বোর্ড প্রধান শাম্মি সিলভা জানান, ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করেই সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। এমনকি বাংলাদেশ থেকেও কোয়ারেন্টিন করে যেতে হবে তামিম-মুশফিকদের। এ ছাড়া বাংলাদেশ দলের সদস্য সংখ্যাও কমাতে বলা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজটির ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে।