নাঈমের ব্যাটে হাঁফ ছেড়ে বাঁচলো রূপগঞ্জ
১৪ বলে ২৭ রানের ইনিংস। শেষ চারটি মেরে বুনো উল্লাস ম্যাচ সেরা নাঈম ইসলামের। মাঠের বাইরে থেকে ছুটে এলেন লেজেন্ডস অব রূপগঞ্জের বাকি ক্রিকেটাররাও। দেখে মনে হতে পারে বিশেষ কোনো অর্জনে এই উদযাপন। তেমন কিছু নয়, তবে বিশেষ অর্জন না হলেও এই জয়টিতে মিশে আছে স্বস্তি। খাদের কিনারে চলে যাওয়া দলটি এই জয় দিয়েই টিকে রইলো ঢাকা প্রিমিয়ার লিগে।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে যখন সুপার লিগ চলছে, রূপগঞ্জসহ আরও দুটি তখন নিজেদের অবনমবন থেকে বাঁচার লড়াইয়ে। এই লড়াই জিতে হাঁফ ছেড়ে বাঁচলো রূপগঞ্জ।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রেলিগেশনের ম্যাচে ডিএল পদ্ধতিতে ওল্ড ডিওএইসএসকে ৬ উইকেটে হারিয়ে পরের প্রিমিয়ার লিগ খেলা নিশ্চিত করেছে রূপগঞ্জ। পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ওল্ড ডিওএইসএস নেমে গেল প্রথম বিভাগে।
বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৮ ওভারে। টস হেরে আগে ব্যাটিং করা ওল্ড ডিওএইসএস ৬ উইকেটে ১১৭ রান করেন। ওপেনার আনিসুল ইসলাম ইমন ৫১, মাহমুদুল হাসান জয় ২০ ও আলিস আল ইসলাম ২০ রান করেন। রূপগঞ্জের সোহাইন আলী ৩টি ও নাঈম ইসলাম ২টি উইকেট নেন।
জবাবে ২৯ রানের মধ্যেই ২ উইকেট হারায় রূপগঞ্জ। এখান থেকে দলকে পথ দেখাতে শুরু করেন সাব্বির রহমান ও মেহেদী মারুফ। কিন্তু ৩০ করে করা এই দুজন ব্যাটসম্যান ৬২ রানের জুটি গড়ে আউট হওয়ার পর চাপ বাড়ে দলটির।
এই চাপ জয় করেন নাঈম ইসলাম। অভিজ্ঞ এই অলরাউন্ডার বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ম্যাচ জেতানো ইনিংস। বল-রানের ব্যবধান থাকলেও তার ব্যাটে ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় রূপগঞ্জ। ১৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাচ সেরা এই ব্যাটসম্যান। ওল্ড ডিওএইসএসের আব্দুর রশিদ ৩টি উইকেট নেন।