‘যুগের অধিনায়ক’ বলে বিশ্বকাপ জয়ের পর মেসিকে উষ্ণ অভিনন্দন রোনালদোর
দুর্দান্ত এক ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শিরোপা হাতে উঠেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। কোটি ভক্ত থেকে সাবেক ফুটবলার, চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই দলের পাশাপাশি আলাদা করে প্রশংসায় ভাসাচ্ছেন ম্যাচের নায়ক মেসিকে।
এই ফুটবল জাদুকরকে সবার আগে অভিনন্দন জানিয়েছেন তার ক্লাব সতীর্থ নেইমার। এছাড়াও ব্রাজিলের আরেক তারকা, বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও মেসিকে অভিনন্দন জানাতে ভোলেননি। খবর এনডিটিভির।
ফুটবল বিশ্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা - এই দল দুটি প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলিয়ানরা মেসির হাতে শিরোপা দেখে খুশি বলেও জানান ২০০২ সালে বিশ্বকাপ জয়ী রোনালদো।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক উষ্ণ অভিবাদন বার্তা দেন রোনালদো। মেসি গুণগান করে তিনি টুইট করেন, 'তার ফুটবল খেলার ধরন যে কোনো প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলতে পারে।'
আলবিসেলেস্তেদের জয়ে ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, 'আমি দেখেছি, উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে সারা বিশ্ববাসীর পাশাপাশি অসংখ্য ব্রাজিলিয়ানও মেসিকে সমর্থন করেছেন।'
"পুরো একটি যুগের অধিনায়ক তিনি। 'বিশ্বকাপ তারকা' খেতাবকেও ছাড়িয়ে যাওয়া এই ফুটবলারের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত বিদায় সংবর্ধনা। অভিনন্দন, মেসি," শেষে যোগ করেন তিনি।
২০১৪ সালে বিশ্বকাপের অভিজ্ঞতা মেসির জন্য ছিল তিক্ত এবং বেদনাদায়ক। ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ ট্রফি অধরাই রয়ে যায় এই ফুটবল জাদুকরের। কিন্তু শেষমেষ ৩৫ বছর বয়সে এসে তার পঞ্চম এবং শেষ বিশ্বকাপে দেশকে শিরোপা উপহার দিয়েই ছাড়লেন তিনি।