বাড়ির পথে আর্জেন্টিনা, পোস্ট করে জানালেন মেসি
দলের জন্য এখন অপেক্ষায় আর্জেন্টিনার জনগণ, উদযাপন যে বাকি এখনও! বাড়ি ফিরতে যে বেশি সময় বাকি নেই সেটি জানান দিয়েছেন লিওনেল মেসি নিজেই।
৩৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্যারিয়ার পেয়েছে পূর্ণতা।
দলের জন্য এখন অপেক্ষায় আর্জেন্টিনার জনগণ, উদযাপন যে বাকি এখনও! বাড়ি ফিরতে যে বেশি সময় বাকি নেই সেটি জানান দিয়েছেন লিওনেল মেসি নিজেই।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে নিজের ব্যক্তিগত বিমানে বিশ্বকাপের শিরোপা হাতে বসে আছেন মেসি।
আর্জেন্টাইন জনতা এই ছবি দেখে নিশ্চয়ই আরও উদ্বেলিত হয়ে উঠেছেন।
তাদের বিশ্বজয় করা দল যে আসছে উদযাপন করতে।