মিজানুরের দুর্দান্ত সেঞ্চুরি
১৭ ওভারে দুই উইকেটেই ব্রাদার্স ইউনিয়নের স্কোরকার্ডে ১৩৩ রান। এর মাঝে একটি নাম বড় করে, মিজানুর রহমান। একাই দলকে এগিয়ে নিয়ে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিরও।
এরপরও অবশ্য সেভাবে খুশি হতে পারছেন না মিজানুর। মারকাটারি এই ফরম্যাটে নিজের ৩৫তম ম্যাচে এসে সেঞ্চুরি পেলেও তা দলের কাজে আসেনি। বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
এবারের লিগে অনেকেই রানের দেখা পেয়েছেন, কিন্তু কেউ তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি। আবাহনী লিমিটেডের ওপনার মুনিম শাহরিয়ারের করা অপরাজিত ৯২ ছিল সর্বোচ্চ। লিগের ৬৩তম ম্যাচে এসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ব্রাদার্সের অধিনায়ক।
৬৫ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। মিজানুর সেঞ্চুরিতে পৌঁছার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি।
বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মালিক হলেন মিজানুর। তার আগে এই ফরম্যাটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তামিম ৩টি ও নাজমুল শান্ত দুটি সেঞ্চুরি করেছেন। বাকি সবার সেঞ্চুরি একটি করে।
১০০ রানের অপরাজিত ইনিংস দিয়ে লিগের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান পূর্ণ করেছেন মিজানুর। ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিতে ৫২.২৫ গড়ে ৪১৮ রান করেছেন। ৩৬৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন ওল্ড ডিওএইসএসের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।