মেসিকে দলে পেতে নেইমারের তোরজোর
বার্সেলোনায় ছিল এমএসএন- মেসি, সুয়ারেজ ও নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গিয়ে তিনের সমন্বয় ভেঙে দিয়েছিলেন নেইমার। পরের বছরই অবশ্য ভুল বুঝতে পেরে বার্সায় ফেরার ইচ্ছার কথা জানান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সে সময় নেইমারকে দলে ফেরাতে বার্সাকে অনুরোধ করেছিলেন মেসি।
এবার নেইমারও একই কাজ করলেন। বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর অনেক দলই মেসিকে দলে ফেরানোর জন্য মাঠে নেমেছে। এই রেসে আছে নেইমারের দল পিএসজিও। মেসিকে দলে ভেড়ানোর প্রক্রিয়ার গতি বাড়াতে পিএসজিকে অনুরোধ জানিয়েছেন নেইমার। অনুরোধ জানিয়ে নেইমার বলেছেন, মেসিকে যেন তাদের দলে ভেড়ানো হয়। যদিও পিএসজি এখন পর্যন্ত বার্সাকে প্রস্তাব দেয়নি।
নেইমারের বয়স চলে ২৮, মেসির ৩৩। বয়সের ব্যবধান ৫ বছরের। বয়সের ব্যবধানের চেয়ে এক বছর কম এক সাথে খেলেছেন মেসি-নেইমার। ভালো বন্ধুত্ব হতে সময় লাগেনি। এরপর বার্সায় সময়টা মধুরই কেটেছে তাদের। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বহু ম্যাচে, জিতেছেন শিরোপা। পুরনো সেই দিন পিএসজিতে ফিরিয়ে আনতে চাইছেন নেইমার।
নেইমারের অনুরোধের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন বিইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি। টুইটে তিনি লিখেছেন, 'তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনও আনুষ্ঠানিক কোনও প্রস্তাব দেয়নি।'
বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর নেইমারের সঙ্গে মেসির কথাও হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন। কেবল নেইমারই নন, আর্জেন্টিনা দলের সতীর্থ আনহেল ডি মারিয়ার সঙ্গেও কথা বলার বিষয়টি জানিয়েছে ইএসপিএন।
পিএসজি যে মেসিকে কেনার দৌড়ে আছে, সেটা বোঝা গেছে ফরাসি ক্লাবটির ক্রীড়া পরিচালক লিওনার্দোর কথায়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস তাদের এক খবরে জানিয়েছে, বার্সার সঙ্গে মেসির চুক্তির অবস্থা জানতে চেয়েছেন লিওনার্দো। চুক্তির কোন শর্তে মেসিকে আটকাতে চায় বার্সা, মেসির বর্তমান বেতন সম্পর্কে জানতে চেয়েছেন লিওনার্দো।
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২১ সালের জুন পর্যন্ত। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এটার কারণেই মূলত এখনও প্রস্তাব দেয়নি পিএসজি। এ মূল্যে মেসিকে কেনার আগ্রহ পিএসজির নেই বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ফ্রি অথবা আরও কম মূল্যে হলে মেসিকে কেনার রেসে ভালোভাবে মাঠে নামবে পিএসজি।