মেসি বলে গোল খেয়েও গর্বিত এই গোলরক্ষক
দলের গোলপোস্ট সুরক্ষিত রেখে বাহবা পান গোলরক্ষক। কম গোল হজম করলে মেলে পুরস্কারও। গেটাফের সাবেক গোলরক্ষক লুইস গার্সিয়াও দলকে গোল থেকে বাঁচানোর কাজ করেছেন। কিন্তু একটি গোলের বেলায় তার অনুভূতি ব্যতিক্রম, এই গোলটি হজম করেও গর্বিত তিনি। নামটি লিওনেল মেসি বলেই এমন গর্ব স্প্যানিশ এই গোলরক্ষকের।
লিওনেল মেসির সেরা গোল কোনটা? অনেক চোখ ধাঁধানো গোলের মধ্য থেকে মেসি ভক্তরা চোখ বন্ধ করেই বেছে নেবেন ২০০৭ সালে গেটাফের বিপক্ষে করা গোলটি। নিজেদের সীমানা থেকে বল নিয়ে কয়েকজন ফুটবলারকে কাটিয়ে শেষ পর্যন্ত গোলরক্ষককে গার্সিয়াকে পরাস্থ করে বল জালে জড়ান তরুণ মেসি।
যেটার সঙ্গে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার করা সেই বিখ্যাত গোলটির অদ্ভুত রকমের মিল ছিল। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সীমানা থেকে বল নিয়ে বেশ কয়েকজন ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা।
ম্যারাডোনার মতো মেসির অবিশ্বাস্য সেই গোলটি হজম করে খুশি গার্সিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিপক্ষে খেলার স্মৃতিও তাকে সুখ দেয় বলে জানিয়েছেন তিনি। বাডউইজারের ক্যাম্পেইনের অংশ হিসেবে মেসির বিপক্ষে গোল হজম করা ১৬০ জন গোলরক্ষককে বিয়ার পাঠানো হয়েছে। বিয়ার গেছে গার্সিওয়ার বাড়িতেও।
বিয়ার পেয়ে পুরনো সেই গোলের কথা মনে পড়ে গেছে গার্সিয়ার। যে স্মৃতির কথা মনে পড়ে মন খারাপ লাগেনি তার। উল্টো ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। গার্সিয়া ফেসবুকে লিখেছেন, 'গোল খাওয়ার পর খুশি হওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু এটা ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারের কাছ থেকে পাওয়া স্বীকৃতি। সময় চলে যায় এবং আমি গর্বিত তার বিপক্ষে খেলতে পেরে।'