শ্রীলঙ্কা দলে করোনার হানা, ম্যাচ চলবে
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডের ভাগ্য অনিশ্চয়তাতেই পড়ে গিয়েছিল। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে জানা যায় শ্রীলঙ্কার তিনজন করোনাভাইরাসে আক্রান্ত। বোলিং কোচ চামিন্দা ভাস এবং দুই পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দোর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
যদিও কেবল শিরিন ফার্নান্দো পজিটিভ হয়েছেন। দ্বিতীয় করোনা পরীক্ষায় ভাস ও উদানার ফল নেগেটিভ এসেছে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
প্রথম পরীক্ষায় শনিবার পজিটিভ হন ভাস, ইদানা ও ফার্নান্দো। ফলস পজিটিভ আসতে পারে ধারণা থেকে শনিবার রাতেই আবার নমুনা সংগ্রহ করা হয় এই তিনজনের। দ্বিতীয় পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার নেগেটিভ আসে। আবারও পজিটিভ হওয়া ফার্নান্দোকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তার শরীরে কোনো উপসর্গ নেই।
এ নিয়ে জালাল ইউনুস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ''কাল তাদের তিনজনের ফল পজিটিভ আসে। এটা 'ফলস' বলে আমাদের একটা ধারণা ছিল। যেহেতু সকালে পরীক্ষা করিয়ে রাতে ফল দিয়েছে, তাড়াহুড়োয় কোনো ভুল হতে পারে। পরে রাতেই পরীক্ষা করা হয়। একটু আগে সেই ফল পেয়েছি। শুধু শিরান ফার্নান্দো পজিটিভ, বাকিরা নেগেটিভ। ফার্নান্দোরও কোভিডের কোনো লক্ষণ নেই।'
প্রথম ওয়ানডেসহ পুরো সিরিজ অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো সমস্যা নেই জানিয়ে তিনি আরও বলেন, 'খেলা চলবে, আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে কোনো সমস্যা নেই। আক্রান্তকে আইসোলেশনে রাখা হবে। এসব শঙ্কা আছে বলেই তো এখন বড় স্কোয়াড রাখা হয় সব সিরিজে। এ রকম হতেই পারে।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে বেলা ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। পরের দুটি ওয়ানডে আগামী ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে।