সোহান ঝড়ে উড়ে গেল প্রাইম ব্যাংক
বড় লক্ষ্যে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। শুরুতেই মোহাম্মদ আশরাফুলের বিদায়। তবু শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিপদে পড়তে হলো না। ম্যাচ সেরা সৈকত আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ের পর নুরুল হাসান সোহানের ঝড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিলো শেখ জামাল। দারুণ এক জয়ে সুপার লিগ পর্ব শুরু করলো শেখ জামাল।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রোবাবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। সৈকত আলীর ৬০ রানের পর অধিনায়ক সোহানের ক্যামিও ৪৪ রানে ১১ বল হাতে রেখেই জয়ে জয় তুলে নেয় দলটি।
টস হারে আগে ব্যাটিং করতে নামা প্রাইম ব্যাংক মোহাম্মদ মিঠুন ও রাকিবুল হাসানের ব্যাটে ৩ উইকেটে ১৬৪ রানের মতো লড়াকু সংগ্রহ গড়ে। কিন্তু এই রানও মামুলি হয়ে ওঠে শেখ জামালের ব্যাটিংয়ের সামনে। ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে সোহানের দল।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানেই ফিরে যান মোহাম্মদ আশরাফুল (৫)। তবে শুরুর চাপ দলকে বুঝতেই দেননি সৈকত আলী ও ইমরুল কায়েস। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন তারা। ৩৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সৈকত।
ইমরুল কার্যকরী ইনিংস খেলেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪০ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন। শেখ জামালের যখন ৪২ বলে ৫৫ রান দরকার, তখন উইকেটে যান সোহান। নেমেই ব্যাটকে তরবারিতে পরিণত করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মাত্র ১৭ বলে ২টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। প্রাইম ব্যাংকের রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মোহাম্মদি মিঠুন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন রাকিবুল হাসান। এ ছাড়া রনি তালুকদার ১১, রুয়েল মিয়া, ২১ ও অধিনায়ক এনামুল বিজয় ২৭ রান করেন। ২টি উইকেট নেন শেখ জামালেন স্পিনার ইলিয়াস সানি।
এরআগে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যেখানে শেষ হয়েছে, সোমবার সেখান থেকেই ম্যাচের বাকি অংশ শুরু হবে। বৃষ্টি নামার আগে টস হেরে আগে ব্যাটিং কর নামা গাজী গ্রুপ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে।