‘হয়তো আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না’- সাংবাদিককে সোহান
সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার থাকার পরও রংপুর রাইডার্স এবার অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নেয়। দায়িত্বের সঙ্গেই নেতৃত্ব সামলে যাচ্ছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স না করলেও কয়েকটি কার্যকর ইনিংস খেলেছেন তিনি। তবে শেষ তিন ম্যাচে হাসেনি তার ব্যাট। আর এটা মনে করাতেই যেন মেজাজ হারিয়ে ফেলেন সোহান, কথা দিয়ে আক্রমণ করে বসেন সংবাদকর্মীকে। তাকে পছন্দ করেন না কিংবা ক্রিকেট বোঝেন না বলে প্রশ্নকর্তা এমন প্রশ্ন করেছেন বলে মন্তব্য করেন তিনি।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে প্লেঅফ নিশ্চিত করে রংপুর। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। দলের হয়ে লিগ পর্বের ১২ ম্যাচেই ব্যাটিং করেছেন সোহান। মিডল অর্ডারে ব্যাটিং করে ১২ ইনিংসে ২৫.৮৭ গড়ে ২০৭ রান করেন তিনি। নেই কোনো হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ রানের ইনিংস ৪৬। শেষ তিন ম্যাচে যথাক্রমে ৫, ২ ও ২ রান করেন তিনি।
টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়া সোহান আজ বসুন্ধরা স্পোর্স কমপ্লেক্সে রংপুরের অনুশীলনে একটু আগেভাগে নেটে যান। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগেরদিন নেটে সময় নিয়ে ব্যাটিং করেন তিনি। বিষয়টি লক্ষ্য করে এক সংবাদকর্মী তাকে প্রশ্ন করেন, শেষ তিন ম্যাচে অফ ফর্মে থাকার কারণে নিজেকে ফিরে পেতেই আজ আগেভাগে নেটে ব্যাটিং করলেন?
প্রশ্নটি শেষ করতে দেননি সোহান, রংপুর অধিনায়ক বলে ওঠেন, 'অফ ফর্ম বলতে… ব্যাটে রান হচ্ছে না বলতে কি ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রেখেছি, দেখছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না। খেলা বুঝলে… আমি যে জায়গায় খেলছি, ওটার পরিসংখ্যান দেখবেন। কোন পজিশনে ব্যাটিং করেছি, কতো রান করেছি. সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।'
বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, এবারও দারুণ ছন্দে আছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষকে সমীহ দিলেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে চান সোহান, 'আলহামদুলিল্লাহ, পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কোয়ালিফায়ারের ওই নির্দিষ্ট দিনে কতোটুকু ইনপুট দিতে পারছি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কুমিল্লা ভালো দল, কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
আগের ম্যাচের মতো করে দলগত পারফরম্যান্সেই ফাইনালের টিকেট কাটতে চান রংপুরের অধিনায়ক, 'অবশ্যই ক্রিকেট সব সময় দলীয় খেলা, নির্দিষ্ট কোনো নির্ভরশীলতার কিছু নেই। আমরা দল হিসেবে ভালো করছি। দলের সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে ভালো খেলার। আমরা ওটাই কোয়ালিফায়ারে চেষ্টা করব, যেন আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারি।'