‘বার্সায় মেসি অধ্যায় শেষ হয়ে যায়নি’
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে যাওয়ার বছর হতে চললো। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সাবেক ক্লাবটি দল গুছিয়ে পুরনো ছন্দে ফেরার চেষ্টায়। এর মাঝে কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা জানালেন, বার্সেলোনায় মেসি অধ্যায় শেষ হয়ে যায়নি।
গত বছরের ১১ আগস্ট পিএসজিতে নাম লেখান মেসি। বার্ষিক ২৯৩ কোটি টাকা বেতনে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি হয় তার। তৃতীয় বছরের চুক্তি করার সুযোগও রাখা হয়েছে। প্রথম মৌসুমটা সাদামাটা কাটানো আর্জেন্টাইন তারকা দ্বিতীয় মৌসুম রাঙানোর অপেক্ষায়।
এমন সময়ে মেসিকে নিয়ে লাপোর্তার করা মন্তব্য হইচই ফেলে দিয়েছে। এর আগেও অবশ্য মেসিকে বার্সায় ফেরানোর আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এবার ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাতকারে বার্সা সভাপতি বলেছেন, 'আমাদের জন্য সবকিছু ছিল মেসি। বার্সেলোনার জন্য সম্ভবত সেই সর্বকালের সেরা খেলোয়াড়, সবচেয়ে দক্ষ। আমার কাছে তার সাথে শুধুমাত্র ইয়োহান ক্রুইফের তুলনা করা চলে।'
'কিন্তু একদিন সব শেষ হয়ে গেল। এক সময় আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছি। আমি এখনও আশা করি বার্সেলোনায় মেসি অধ্যায় শেষ হয়ে যায়নি। একইসাথে আমি বিশ্বাস করি এই বিষয়টির সঠিক সমাধান খুঁজে বেরা করার দায়িত্ব আমাদের সবার। এখনও এই পথ খোলা আছে। আমি এর একটি সুন্দর সমাপ্তি চাই।' যোগ করেন তিনি।
৭টি ব্যালন ডি'অরের ৬টিই বার্সেলোনার হয়ে খেলার সময় জিতেছেন মেসি। বার্সায় ৭৭৮টি ম্যাচ খেলে রেকর্ড ৬৭২ গোল করেছেন তারকা এই ফরোয়ার্ড। পিএসজির সঙ্গে আর এক বছরের চুক্তি বাকি আছে মেসির। অবশ্য আরও এক বছর বাড়ানোর শর্তও আছে চুক্তিতে।
বার্সা আর নিজের নামটি এক করে ফেলা মেসিকে নিয়ে লাপোর্তা আরও বলেন, 'বার্সার সভাপতি হিসেবে আমার যা করার ছিল, আমি তাই করেছি। কিন্তু সভাপতি হওয়ার পরও ব্যক্তিগত পর্যায় থেকে আমি মনে করি মেসি আমারই খেলোয়াড়।'
লম্বা সময় দরে আর্থিক টানাপাড়েনে আছে বার্সা। শুক্রবার বৈশ্বিক বিনিয়োগ সংস্থা সিক্সথ স্ট্রিটের কাছে ঘরোয়া টেলিভিশন স্বত্ব বাবদ বাড়তি ১৫ শতাংশ (মোট ২৫ শতাংশ) বিক্রি করে ক্লাবটি। ইএসপিএন তাদের খবরে বলেছে, এই চুক্তির পরিমাণ প্রায় ৩২০ মিলিয়ন ইউরো। এই আর্থিক যোগানে গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। ইতোমধ্যে বায়ার্ন মিউনিখ থেকে রবার্ট লেভানডোভস্কি ও লিডস ইউনাইটেড থেকে রাফিনাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।
ক্লাবের আয়ের অবস্থা জানিয়ে লাপোর্তা বলেন, 'এই মুহূর্তে আমাদের আয় ইতিবাচক অবস্থায় আছে। মাসখানেকের মধ্যে এই আয়ের পরিমাণ প্রায় ৬৫০ মিলিয়ন ইউরোতে পৌঁছাবে। যেভাবেই হোক, আমাদের দ্রুতগতিতে সামনে এগিয়ে যেতে হবে। সবকিছু বিবেচনা করে আমরা ২৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করেছি। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি রাজস্ব আয় হবে। এর মাধ্যমে করোনা পরবর্তী আর্থিক ক্ষতি পুষিয়ে আমরা আবারও স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করছি। তারপরও আয় বাড়ানোর জন্য আমাদের আরও কষ্ট করতে হবে।'