যখন, যেখানে, যেভাবে হবে পেলের সমাধি
কোলন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। খেলোয়াড়ি জীবনে যে ক্লাবের হয়ে বেশিরভাগ সময় খেলেছেন, সেই সান্তোস জানিয়েছে, আগামী সোমবার এবং মঙ্গলবার জুড়ে পেলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন ভক্তরা। পেলেকে বহনকারী কফিনটি সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সাও পাওলোতে নিয়ে আসা হবে।
সাও পাওলোতে নিয়ে আসার পর কফিনটিকে ভিলা বেলমিরো স্টেডিয়ামের কেন্দ্রবিন্দুতে রাখা হবে। সোমবার সকাল ১০ টা থেকে তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন ভক্তরা। পরেরদিন সকাল ১০ টা পর্যন্ত থাকছে এই সুযোগ।
এরপর তার কফিনটিকে সাও পাওলোর রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, এর মধ্যে পেলের মায়ের ঘরও অতিক্রম করবে এটি। পেলের মায়ের বয়স ১০০ বছর এবং তিনি বিছানা থেকে উঠার মতো অবস্থাতে নেই বিধায় ছেলেকে শেষ দেখা দেখতে পাবেন না।
পেলেকে দাফন করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপল ইকোমেনিকার এক সমাধিস্থেল, সেখানে শুধুমাত্র পেলের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।