'মেসির বার্সেলোনায় ফেরার কোনো সম্ভাবনা নেই'
তিনি যেই মূহুর্তে বার্সেলোনা ছেড়েছেন ঠিক তখন থেকেই যেন তার ফেরার অপেক্ষায় কোটি কোটি বার্সা ভক্ত। পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে এই বছরের জুনে। এখন পর্যন্ত নতুন কোনো চুক্তির আভাস পাওয়া যায়নি।
বার্সা আর মেসি ভক্তরাও তাই আশায় আছেন, হয়তো রাজপুত্র ফিরে আসবেন তার রেখে যাওয়া রাজ্যপাটে। কিন্তু সেই স্বপ্ন যে সহসাই পূরণ হচ্ছে না তা জানিয়েছেন স্বয়ং মেসির বাবা হোর্হে।
মেসির বাবা হোর্হে একসাথে আর্জেন্টাইন অধিনায়কের এজেন্টও। তাই তিনি যখন কিছু বলেন, সেটিকে ধ্রুব সত্য ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বার্সেলোনার হয়ে মেসির আর কখনো খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হোর্হে, 'মেসি বার্সায় ফিরবে না, আমি এর কোনো সম্ভাবনা দেখি না।'
বার্সায় ফিরতে হলে ক্লাবের পক্ষ থেকে যে প্রস্তাব আসার কথা সেটি এখনো আসেনি বলে জানিয়েছেন হোর্হে, 'আমাদের বার্সেলোনার বোর্ডের সঙ্গে কোনো কথা হয়নি। লাপোর্তা বা অন্য কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।'
এদিকে মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কাজ করে যাচ্ছে পিএসজিও। যদিও সাবেক ফরাসি খেলোয়াড় জেরোমে রোথেন মনে করেন বিশ্বকাপ জয়ী এই তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর চিন্তা ভালো কিছু বয়ে আনবে না।
এই মৌসুম শেষে মেসির ঠিকানা কোথায় হয়, সেটিও এখন এক ধরণের ধোঁয়াশার বিষয়। পিএসজি, বার্সেলোনা, ইন্টার মিয়ামি নাকি অন্য কোথাও? সব উত্তর জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।