ক্লাব ক্যারিয়ারে ৩০০ অ্যাসিস্টের মাইলফলকে মেসি
গোল করাতে তার জুড়ি মেলা ভার, ক্যারিয়ারে সবমিলিয়ে আছে ৮০০ গোল। আবার গোল করানোতেও কম যান না লিওনেলে মেসি। ব্রেস্তের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সহায়তা করে মেসি ক্লাব ক্যারিয়ারে নিজের গোল করানোর সংখ্যা নিয়ে গিয়েছেন ৩০০ তে।
মেসির সহায়তা থেকে গোল করে পিএসজিকে জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ক্রিস্তোফ গালতিয়েরের দল ফরাসি লিগ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল।
পুরো ম্যাচেই খুব একটা খুঁজে পাওয়া যায়নি পিএসজিকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা থেকেই কিনা খেলোয়াড়দের মনোযোগ ছিলো না। লিওনেল মেসিও ব্যতিক্রম নন, কিন্তু তিনি যে মেসি! এক মুহূর্তেই ম্যাচের চেহারা পালটে দিতে পারেন।
৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিলো ব্রেস্ত-পিএসজি ম্যাচ। মেসির পাস থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। এটি ছিলো মেসির ক্যারিয়ারের ৩০০ তম অ্যাসিস্ট। ক্লাব ক্যারিয়ারে এই মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন জাদুকর।
উল্লেখ্য, মেসিই প্রথম এবং একমাত্র খেলোয়াড় যিনি ক্লাব ফুটবলে ৩০০ গোল করানোতে সহায়তা করেছেন। ফরোয়ার্ড পজিশনে খেলা মেসির জন্য যা অসাধারণ এক অর্জনই বলতে হয়।