মায়ামিতে যোগ দেওয়া নিয়ে মেসিকে লাপোর্তা ও বার্সার খোঁচা
মেসির ইন্টার মায়ামিতে যোগদানের খবরের পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বার্সেলোনা। যেখানে আর্জেন্টাইন মহাতারকাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি প্রচ্ছন্ন একটা খোঁচাও দিয়েছে কাতালান ক্লাবটি।
মেসির মতে, বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তার কাছে আসেনি৷ আবার ক্লাব কর্তৃপক্ষ দাবি করছে, মেসিকে ফেরানোর চেষ্টা করেছিল তারা৷
এমনিতেই বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ফেরাতে হলে বার্সাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হতো।
উয়েফার আর্থিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সিদ্ধান্ত নিতে হতো। লা লিগার বেতননীতির ব্যাপারটিও মাথায় রাখতে হতো।
মেসিকে দলে নিতে বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হতো বার্সার। গত কয়েক দিন বার্সেলোনা মেসিকে নিয়ে বেশ লম্ফঝম্প করলেও আসল কাজটিই করেনি। মেসিকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবই তারা দেয়নি।
আর্জেন্টাইন মহাতারকা তার পুরোনো ক্লাবে ফিরতে চাইলেও বার্সার দেরি দেখে আর সময় নষ্ট করেননি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে জানিয়ে দিয়েছেন, তাদের জার্সি পরেই আগামী মৌসুম খেলতে চান তিনি।
মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা বার্সেলোনার জন্য একটা ধাক্কাই। মেসির এ সিদ্ধান্তের পর তারা একটা বিবৃতি দিয়েছে। মেসির প্রতি শুভকামনা জানিয়েও সেই বিবৃতিতে প্রচ্ছন্ন খোঁচাও আছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার যে লা লিগার তুলনায় কম গুরুত্বপূর্ণ লিগ, যুক্তরাষ্ট্রের লিগে মেসির মতো খেলোয়াড় যে অনেকটাই কম চাপ নিয়ে খেলতে পারবেন, এই কথাগুলো ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে তারা। বিবৃতিতে বলা হয়, 'বার্সেলোনা মেসির সাফল্য কামনা করছে। কম প্রতিদ্বন্দ্বিতা সম্পন্ন ফুটবল লিগে খেলার ব্যাপারে মেসির সিদ্ধান্তটাও বুঝতে পারছে ক্লাব কর্তৃপক্ষ। ভবিষ্যতে মেসির জন্য একটা সুন্দর বিদায় সংবর্ধনার আয়োজনও করবে ক্লাব।'
বার্সেলোনার বিবৃতিতে আরও বলা হয়, 'মেসির বাবা ও তার প্রতিনিধি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে ৫ জুন জানান, মেসি ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছে। যদিও বার্সার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি দেওয়া হয়েছিল মেসিকে আবারও বার্সেলোনার জার্সিতে ফেরানোর জন্যই। সভাপতি লাপোর্তা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন।'