মেয়েদের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন কেসি ফেয়ার
মেয়েদের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড কেসি ফেয়ার। নিজের ১৬তম জন্মদিন পালনের মাত্র ২৬ দিন পর এই রেকর্ড গড়লেন তিনি।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়া বনাম কলম্বিয়ার ম্যাচের ৭৮ মিনিটের সময় বদলি হিসেবে মাঠে নামেন মার্কিন বংশোদ্ভূত এই কিশোরী। ম্যাচে অবশ্য ২-০ গোলে হেরে গিয়েছে দক্ষিণ কোরিয়া।
এর আগে মেয়েদের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড ছিল নাইজেরিয়ার ইফাই চিয়েজিনের। ১৯৯৯ বিশ্বকাপে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ৩৪ দিন।
মঙ্গলবার গ্রুপ 'এইচ' এর খেলায় আরও একটি রেকর্ড ভাঙার সাক্ষী হয়েছেন দর্শকরা। কেসি ফেয়ার এবং তার সতীর্থ, দক্ষিণ কোরিয়ার গোলকিপার কিম জাং-মির মধ্যে বয়সের পার্থক্য ছিল ২২ বছর ২৫৬ দিন, যা মেয়েদের বিশ্বকাপে সতীর্থদের মধ্যে সর্বোচ্চ বয়সের পার্থক্য বলে জানিয়েছে ফিফা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেসি ফেয়ারই দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া প্রথম মিশ্র জাতির ফুটবলার। তাকে দলে নেওয়ার পর কোচ কলিন বেল বলেছিলেন, এই কিশোরীকে জনসমক্ষে প্রচারের শ্যেনদৃষ্টি থেকে রক্ষা করা তার দায়িত্ব।
আগামী রবিবার অ্যাডিলেডে মরক্কোর মুখোমুখি হবে কেসির দল দক্ষিণ কোরিয়া।
অন্যদিকে, পুরুষদের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড নরম্যান হোয়াইটসাইড এর। ১৯৮২ বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন।