সাকিব বা হাথুরুসিংহের উচিত ছিল তামিমের সঙ্গে যোগাযোগ করা, বলছেন মাশরাফি
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার সম্পর্ক যে আগের মতো নেই তা নিশ্চিত। দুই ক্রিকেটারের ভক্তরা একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছেন সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে।
এবার এই ইস্যুতে মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। একটি ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
তামিমের অধিনাকত্ব ছাড়া নিয়ে মাশরাফি বলেন, 'আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই।
অধিনায়কত্ব নিয়ে বিসিবির দিক থেকে তামিমের ওপর কোনো চাপ ছিলোনা বলে জানান মাশরাফি, 'বোর্ডও তামিমকে নিয়ে কম্ফোর্ট ছিল। বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখানে পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।'
টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের করা মন্তব্যের প্রেক্ষিতে মাশরাফি বলেন, 'সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই- সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো। পুরো জিনিসটা এখানে চাপা পড়ে যেতো।'
তামিমকে নিচের দিকে ব্যাট করতে বলার কথা বোর্ডের কারোর বলা উচিত হয়নি। সাকিব নিজে অথবা দলের কোচিং স্টাফ থেকে কেউ বলতে পারতেন বলে মত মাশরাফির, 'আমার যদি ক্রিকেট জ্ঞান বিন্দুমাত্র থাকে, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এটা বলবে একমাত্র কোচ বা অধিনায়ক বা নির্বাচকরা যিনি যাবেন দলের সঙ্গে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজম্যান্ট বলবে।'
তামিম বিশ্বকাপ দলে থাকলে দলের জন্য ভালো হতো বলেই মনে করেন মাশরাফি, 'তামিম ইকবাল বাংলাদেশের সবচেয়ে এক্সপেরিয়েন্স ওপেনার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যানও তার পক্ষে। সবমিলিয়ে তামিম দলে থাকলে ভালো হতো। এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।'
সবমিলিয়ে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি। দল পরিকল্পনা যা করেছে সেই অনুযায়ী খেলার আশবাদ ব্যক্ত করেন তিনি, 'আমি শুধু তামিম ইকবালকে নিয়ে দলের হিসেবে এটাই বলবো, অবশ্যই হয়তো টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। আমরাও চাই তারা সেটাতে সাকসেস হোকা। কারণ দিনশেষে এটা বাংলাদেশ টিম।'