প্রজেক্ট অফিসার নেবে ওয়াটারএইড বাংলাদেশ
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নেয়া হলেও পরবর্তীতে তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
সোশ্যাল/ এনভায়রনমেন্টাল সায়েন্স/ ডেভলাপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
নিয়োগপ্রাপ্তদের মাসিক ৮১ হাজার থেকে ৯১ হাজার টাকা বেতন, প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ইনস্যুরেন্স, মোবাইল ভাতাসহ নিয়মানুযায়ী সব সুবিধা দেয়া হবে।
আগ্রহীদের আগামী ১৪ অক্টোবরের মধ্যে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে।