মোহামেডানের পরিচালক লোকমান আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে বুধবার দিনগত রাতে আটক করেছে।
রাত সাড়ে এগারোটার দিকে র্যাব সদস্যরা তেজগাঁও মনিপুরীপাড়ায় লোকমানের বাসাটি ঘিরে ফেলেন। পরে, সোয়া বারোটার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-২-এর কমান্ডিং অফিসার আশিক বিল্লাহ জানিয়েছেন, বাড়িতে লোকমানের অবস্থানের বিষয়ে জানতে পেরে তার বাসায় অভিযান চালানো হয়। ৫ বোতল অবৈধ বিদেশি মদ বাড়িতে রাখার দায়ে তাকে আটকের পর র্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, লোকমানের মদ্যপানের লাইসেন্স নেই।
ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্যাসিনো বোর্ডসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে এক দশক ধরে সেখানে অবৈধ ক্যাসিনো ব্যবসা ও জুয়ার আয়োজন চলছে।
ওদিকে, র্যাব কার্যালয়ে লোকমান স্বীকার করেছেন যে, তিনি যুবলীগ নেতা ঢাকা দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার যুবলীগ নেতা এম এ সাঈদের সঙ্গে ক্যাসিনোর আয় ভাগাভাগি করতেন।
র্যাবের সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে এ খবর নিশ্চিত করেছেন।
যুবলীগ নেতা সাঈদ নিজেও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।