আগুন থেকে বেঁচে ফেরা এক কিশোরীর অভিজ্ঞতা
১৭ বছর বয়সী কিশোরী রোজিনা। কাজ করছিলেন হাশেম ফুড ফ্যাক্টরির ছয় তলা ভবনের দ্বিতীয় তলায়। আগুন যখন পুরো ভবনে ছড়িয়ে পড়া শুরু করে তখনও দ্বিতীয় তলাতেই ছিলেন তিনি।
"আগুন লাগার পর দুই ঘণ্টারও বেশি সময় আমরা দ্বিতীয় তলায় আটকা পড়ি," নারায়ণগঞ্জের ভুলতার এক হাসপাতালে শুয়ে বলছিলেন রোজিনা।
"বাঁচার জন্য আমরা সিঁড়ির দিকে গেলাম, কিন্তু সিঁড়িতেও দেখি দাউদাউ আগুন। ঘন ধোঁয়ায় আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না। অনেক ভয় পাই। মনে হচ্ছিল হয় পুড়ে মারা যাবো, নাহয় দম বন্ধ হয়ে মারা যাবো," বলেন তিনি।
পরে তারা লোহার গ্রিল ও নেট লাগানো জানালা দিয়েই লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন।
"এক পর্যায়ে, একজন নারী শ্রমিক আমাকে পেছন থেকে ধাক্কা দিলে আমি জানালা থেকে নিচের দিকে পড়ে যাই। আরেকজন যিনি আমার হাত ধরে ছিলেন, তিনিও আমার সঙ্গেই পড়ে যান," এভাবেই দুঃসহ সেই সময়ের বর্ণনা দিচ্ছিলেন রোজিনা।
মুখের চোয়ালে আঘাত পেয়েছেন রোজিনা। ভয়ানক এই আগুন থেকে কীভাবে বেঁচে ফিরলেন, তা-ই ভাবছেন তিনি এখন।