করোনাভাইরাস: জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
পুরো বিশ্বে তাণ্ডব চালিয়ে যাওয়া করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ঢাকার জাতীয় চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার জাতীয় চিড়িয়াখানা শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার ঘোষণা করা হয় যে দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন তিন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ জন।
করোনাভাইরাসের শিকার হয়ে দেশে গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১০ হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এটি এখন পর্যন্ত বিশ্বের ১৮২ দেশ ও অঞ্চলের ২ লাখ ৪৬ হাজার ৪৬৭ ব্যক্তিকে আক্রান্ত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।