করোনা ভাইরাস: ছুটিতে ঢাকা ছেড়েছে ১ কোটি মোবাইল গ্রাহক
করোনা মোকাবিলায় সরকারের ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়েছেন ১ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী। তাদের সঙ্গে আছেন ৪ লাখ ৮০ হাজার মানুষ, যারা বিদেশ থেকে দেশে ফিরছেন।
মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছন ।
তিনি বলেন, "এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণ ফোনের ৪৬ লাখ, রবি'র ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।"
এত বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান তিনি।
গত ২৩ মার্চ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস সংবাদ সম্মেলন করে জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
এই ছুটি ঘোষণার পরপরই মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটতে শুরু করে। বাস ও লঞ্চ টার্মিনালে ভিড় লেগে যায়। মহাসড়কে যানজটও হয়। করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে পরিকল্পনা ছিল সরকারের, তাও মুখ থুবড়ে পড়ে ওই সময়ে।