জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও বানানোর দায়ে বগুড়ায় আটক ৫
জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে বগুড়ায় চার যুবক ও এক কিশোরসহ পাঁঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। এর আগে সোমবার দিবাগত রাতে থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, আলিফ আহমেদ সুজন, আরিফ আলী ও এক কিশোর।
এ তথ্যগুলো নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) জাকির আল আহসান।
তিনি জানান, সদর উপজেলার মালতিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করা হয়। ওই ভিডিও পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আসে। পরে জেলা পুলিশকে ওই যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়৷ পরে অভিযান চালিয়ে চার যুবক ও এক কিশোরকে গ্রেফতার করা হয়।
এসআই জাকির বলেন, তথ্য প্রযুক্তির সাহায্য জাতীয় সংগীত বিকৃত করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। আরও কেউ জড়িত কিনা তা তাদের জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে৷
জানতে চাইলে সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।