পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরও ৩ গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে মোট ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুর রহমান,শফিকুল ইসলাম ও পলাশ মিয়া।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রংপুরের পীরগঞ্জে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় জড়িতরা কেউ ছাড় পাবে না। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫০ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।"
"নতুন যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে নেওয়া হবে ও রিমান্ড চাওয়া হবে," যোগ করেন তিনি।
এর আগে গাইবান্ধার সাদুল্যাপুর থেকে নতুন করে গ্রেপ্তার করা মামুন মন্ডল এবং ওমর ফারুকের বিরুদ্ধে চাওয়া পুলিশের রিমান্ড আবেদনের শুনানী হবে আগামী ২৮ অক্টোবর। মামুন ও ওমর ফারুকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তা শুনানীর জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন। এছাড়াও, ওই মামলায় গতকাল সোমবার গ্রেপ্তারকৃত অন্য ১৩ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার ইনস্পেক্টর মাহবুবুর রহমান জানান, সন্ধ্যায় তাদের রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ফজলে এলাহীর আদালতে হাজির করা হবে ও রিমান্ড চাওয়া হবে।
পুলিশের দাবি, গ্রেপ্তার মামুন ও ওমর ফারুকের দলীয় পদ-পদবী না থাকলেও তারা জামাত-শিবিরের সমর্থক। এর আগে রোববার সন্ধায় র্যাবের হাতে গ্রেপ্তার ঘটনার মূল হোতা কারমাইকেল কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এছাড়াও, এ ঘটনায় তিন দিনের রিমান্ডে থাকা ৩৭ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এনিয়ে এই ঘটনায় পুলিশের করা ২টি ডিজিটাল নিরাপত্তা ও র্যাবের করা একটি ডিজিটাল নিরাপত্তা এবং ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৬৯ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরিতোষ সরকারসহ ৫ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে সনাতন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামটির ২০টির বেশি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছে।