বিমানবন্দরে কোটি টাকার ১৮টি গরু জব্দ
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। ব্রাহমা জাতের গরুগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে।
সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসে গরুগুলো। দেশে এ জাতের গরু আমদানির অনুমতি না থাকায় এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় গরুগুলো জব্দ করা হয়েছে।
১৩-৬০ মাস বয়সী এসব গরুর আমদানিকারক সাদেক এগ্রো। তবে বিমানবন্দরে প্রতিষ্ঠানটির কেউই গরুগুলো নিতে আসেনি।
বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে প্রতিটি ৪০ হাজার ডলার। তবে কাস্টম কর্মকর্তারা ধারণা করছেন, গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।
গরুগুলোর কোন দাবিদার না পাওয়া গেলে নিলামে বিক্রি করা হবে। গরুগুলোকে সাময়িকভাবে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা নিশ্চিত করেন যে, গরুগুলো ব্রাহমা জাতের।
এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি, হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে সান ডেইরি অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের আমদানি করা ৩০টি ব্রাহমা জাতের গরু আটক করেন কাস্টমসের কর্মকর্তারা।