১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১০৩৩ টাকা
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে ৪০ টাকা।
বর্তমানে প্রতিটি ১২ কেজিএ এলপিজি সিলিন্ডার বিক্রি হয় ৯৯৩ টাকায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিলিন্ডারের দাম হবে ১০৩৩ টাকা।
এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০২ টাকা বাড়ানো হয়।
আগে বেসরকারি অপারেটররাই সিলিন্ডারের দাম নির্ধারণ করতো। গত ১২ এপ্রিল সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছ জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
গত এপ্রিলে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী এলপি গ্যাসের দাম নির্ধারণ করে বিইআরসি।