তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, 'তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ায় দলের গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করে বুধবার রাতে আমাদের জ্যেষ্ঠ নেতারা একটি বৈঠক করেন এবং পদযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেন।'
তিনি বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুর খবরের মধ্যে তাদের দলের নেতারা মনে করেন বৃহস্পতিবার এই পদযাত্রার কর্মসূচি পালন করা ঠিক হবে না। পদযাত্রার নতুন তারিখ পরে জানানো হবে।
তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে পদযাত্রা করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীতে দলের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করেন।
১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শ্যামলী খেলার মাঠ থেকে বসিলা সাত রাস্তা মোড় অভিমুখে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।