জাতীয় নির্বাচনের সংসদীয় সীমানা চূড়ান্ত, ঢাকা-১৭ আসনের তফসিল চলতি সপ্তাহে: ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত দাবি-আপত্তির নিষ্পত্তি করে নির্বাচন কমিশন সীমানা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এছাড়া চলতি সপ্তাহে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (৩০ মে) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, এবার পরিবর্তন এসেছে অল্প আসনে। নতুন সংসদীয় আসনের সীমানা গেজেট করার জন্য নির্বাচন কমিশন সচিবলায়ে পাঠানো হয়েছে। যা আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।
কমিশনার বলেন, 'খসড়া প্রকাশ যথাসময়ে করেছি। আবেদনের শুনানি শেষ হয়েছে। কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে। আগের যে সীমানা ছিল, সেটা প্রকাশ করেছিলাম। তারপর বেশকিছু দরখাস্ত পেয়েছিলাম। সেগুলো দেখে সিদ্ধান্ত হয়েছে। অল্প কয়টা আসনে সীমানা পরিবর্তন হয়েছে। এটা গেজেট করা জন্য সচিবলায়ে পাঠিয়েছে। সচিবলায় পাঠালেই আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই রোডম্যাপে বলেছিলাম জুন মাসে প্রকাশ করবো। সেটা আমরা জুন মাসেই শেষ করতে পারবো।'
গত ২৬ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া সীমানা হিসেবে গেজেট প্রকাশ করে কমিশন। ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, খসড়া সীমানায় কোন আপত্তি থাকলে ১৯ মার্চ পর্যন্ত এ বিষয়ে আবেদন করা যাবে।
তার ভিত্তিতে সারা দেশ থেকে ৩৮টি সংসদীয় আসনে সীমানা পরিবর্তনের ১৮৬ দাবি-আপত্তির আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনে।
ইসি আলমগীর বলেন, 'ওনাদের (আবেদনকারীদের) সব দাবি যদি মেনে নিতাম তাহলে ৩৮ আসনেরই পরিবর্তন আসতো। ওটার মধ্যে শুনানিতে কয়েকটা গ্রহণযোগ্য মনে হয়েছে। বাকিগুলো গ্রহণযোগ্য মনে হয় নাই'।
ঠিক কতটি আসনে পরিবর্তন এসেছে জানতে চাইলে তিনি বলেন, 'অল্প আসনে পরিবর্তন এসেছে। তবে সঠিক সংখ্যাটা বলতে পারবো না।'
এছাড়া পহেলা জুনে ঢাকা–১৭ আসনের তফসিল প্রকাশ করা হতে পারে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।