চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আফসারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৮ জুন) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এজন্য প্রার্থীদের অনলাইনে মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা বলেন তিনি।
চট্টগ্রাম-১০ এবং ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উভয়ই সিসি ক্যামেরার আওতায় থাকবে।
উল্লেখ্য, সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) এর মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।