খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) শহরের শাপলা চত্ত্বরে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উন্নয়ন পদযাত্রা কর্মসূচির জন্য সকাল থেকেই পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সাড়ে ১০ টার দিকে বিএনপির অনুসারীরা তাদের অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহত আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সংঘর্ষে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।
পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।