২৪ ঘণ্টা পরেও পানিবন্দি ঢাকার কিছু এলাকা
রাজধানী ঢাকায় শুক্রবার (১২ জুলাই) সকালে টানা ৩-৪ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা থেকে ২৪ ঘণ্টায়ও মুক্তি পায়নি কিছু এলাকার মানুষ।
শনিবার (১৩ জুলাই) দুপুরেও রাজধানীর বকশীবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা, বুয়েট ক্যাম্পাস, মিরপুরের কাজীপাড়া, মোহাম্মদপুরের কিছু এলাকা, যাত্রাবাড়ীর কিছু এলাকাসহ বেশকিছু এলাকায় পানি জমে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা।
যাত্রাবাড়ির বাসিন্দা শাখাওয়াত হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল বৃষ্টির পরে বাসার ফ্লোরে (মেঝে) পানি উঠে গিয়েছিল। এখনও রাস্তায় পানি জমে আছে। সকালে বের হয়েছি, তিনগুণ রিকশা ভাড়া দিতে হয়েছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের শিক্ষার্থী ওসমান টিবিএসকে বলেন, "হলের রাস্তায় ও আশপাশ থেকে এখনও পানি নামেনি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে যদি এ অবস্থা হয়, কখনও সারাদিন বৃষ্টি হলে ঢাকার পানি তো তিনদিনেও নামবে না!"
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা টিবিএসকে বলেন, "ঢাকা উত্তরের প্রধান সড়কে কোথাও পানি নেই। তবে নতুন এলাকা দক্ষিণখান, উত্তরখান এলাকায় পানি আছে। এছাড়া মিরপুর ও মোহাম্মদপুর কিছু শাখা রাস্তায় পানি রয়েছে। এগুলো সরাতে কর্মীরা কাজ করছেন।"