অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/kamal_ahmed_majumder_state_minister_industries.jpg)
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে কামাল মজুমদারের স্ত্রীর বিরুদ্ধেও সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন, কামাল মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
প্রথম মামলায় একমাত্র আসামি করা হয়েছে কামাল মজুমদারকে। দ্বিতীয় মামলায় তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকেও আসামি করা হয়েছে। শাহেদ মজুমদারের বিরুদ্ধে অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে।
দুদক জানায়, কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি বা ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তবে তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে দুদক আইন ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।