বিলুপ্তপ্রায় গরিলার জীবনযুদ্ধ নিয়ে নেটফ্লিক্সে ডিক্যাপ্রিও
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/06/24/lead-1.jpg)
কঙ্গোর বিলুপ্তপ্রায় পাহাড়ি গরিলার অস্তিত্বের লড়াই নিয়ে ২০১৪ সালের তুখোড় ডকুমেন্টারি 'ভিরুঙ্গা' অস্কারে নমিনেশন পেয়েছিল। বহুল প্রশংসিত সেই ডকুমেন্টারি অবলম্বনে এবার ফিচার ফিল্ম বানাতে যাচ্ছেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও ফিল্মমেকার ব্যারি জেনকিন্স।
জেনিফার ডেভিসন, ফিলিপ ওয়াটসন ও জোয়ান্না ন্যাটাসেগারার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন ডিক্যাপ্রিও। নির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলাবেন 'ভিরুঙ্গা' ডকুমেন্টারিটির নির্মাতা অরল্যান্ডো ভন এইন্সেইডেল।
ফিচার ফিল্মটির নামও 'ভিরুঙ্গা'ই রাখা হবে। এর স্ক্রিপ্ট লিখবেন অস্কারজয়ী স্ক্রিপ্টরাইটার জেনকিন্স। খবর ভ্যারাইটি ও ইন্ডিওয়্যারের।
কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে টিকে থাকা পৃথিবীর শেষ পাহাড়ি গরিলাগুলোকে বাঁচিয়ে রাখাই লড়াই ঘিরে বানানো হয়েছিল মূল ডকুমেন্টারিটি। ভিরুঙ্গার জীববৈচিত্র্যের ওপর আলোকপাত করার পাশাপাশি ওই অঞ্চলে তৈল অনুসন্ধান ও সশস্ত্র সংঘাতের কারণে তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও বোঝাপড়া করেছিলেন ভন এইন্সেইডেল। ২০১৪ সালে ডকুমেন্টারিটির সত্ব কিনে নেয় নেটফ্লিক্স।
এদিকে, অস্কারজয়ী অভিনেতা ডিক্যাপ্রিও প্রডিউসারের খাতায় নাম লিখিয়েছেন কয়েক বছর ধরে। 'রবিন হুড', 'রিচার্ড জুয়েল' এবং আফ্রিকায় হাতির চোরাশিকারের ওপর 'দ্য আইভরি গেম' ডকুমেন্টারি প্রযোজনা করেছেন তিনি।
অন্যদিকে, 'মুনলাইট'-এর জন্য পরিচালক হিসেবে অস্কারে নমিনেশন পাওয়া জেনকিন্স হলিউডের খুবই পরিচিত মুখ। নেটফ্লিক্সের জন্য প্রযোজক-পরিচালক জুটি হিসেবে ডিক্যাপ্রিও-জেনকিন্স কতটা সফল হোন, সেটি সময়ই বলে দেবে।