‘দ্য ক্রাউন’কে ফিকশনের তকমা দিতে নেটফ্লিক্সের প্রতি ব্রিটিশ সংস্কৃতি সচিবের আহ্বান
নেটফ্লিক্সের আলোচিত সিরিজ 'দ্য ক্রাউন'কে ফিকশনের তকমা দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব অলিভার ডাউডেন। এই সিরিজে দেখানো ঘটনাগুলোকে পুরোপুরি বাস্তব বা সত্য হিসেবে যেন দর্শক ধরে না নেয়, সেজন্য স্ট্রিমিং জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রতি এ আহ্বান জানান তিনি।
ডেইলি মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে ডাউডেন বলেন, 'এ এক দারুণ ফিকশন। তাই অন্যান্য টিভি প্রোডাকশনের মতো এটির ক্ষেত্রেও শুরুতে এ ব্যাপারটি নেটফ্লিক্সের উচিত স্পষ্ট করে দেওয়া। তা না হলে, যে প্রজন্মের দর্শকরা ওই সময়ে (যে সময়কাল এই সিরিজে দেখানো হয়েছে) জন্মগ্রহণ করেননি, তাদের কাছে ফিকশনকে সত্য হিসেবে ধরে নেওয়ার আশঙ্কা করছি।'
ডাউডেন আশা করছেন, 'দ্য ক্রাউন' যে একটি ফিকশন, নেটফ্লিক্সের উচিত তা প্রতিটি এপিসোডের শুরুতে স্পষ্টভাবে উল্লেখ করে দেবে। অন্যথায়, ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে।
এ ব্যাপারে অবশ্য নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।
এদিকে, আইটিভিকে প্রিন্সেস ডায়ানার ভাই চার্লস স্পেন্সার সম্প্রতি জানিয়েছেন, তিনিও এই সিরিজকে ফিকশন হিসেবে উল্লেখ করা উচিত বলে মনে করেন।
- সূত্র: ভ্যারাইটি