শাহরুখ একসময় আমাকে স্যার বলে ডাকতো: সালমান খান
শাহরুখ খান ও সালমান খান, ভারতীয় চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র। নব্বইয়ের দশকের শুরু থেকে এখনো পর্যন্ত বলিউড শাসন করছেন দুই খান। পেশাগত ও ব্যক্তিগত কারণে দুই তারকার দ্বন্দ্ব নিয়ে যেমন অসংখ্য গল্প রয়েছে, তেমনই দুজনের বন্ধুত্ব-খুনসুটি নিয়েও রয়েছে নানা মজাদার গল্প।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে শাহরুখ-সালমানের উষ্ণ সম্পর্ক ২০০০ সালের দিকে কিছুটা তিক্ততায় পরিণত হয়। কথিত আছে, সে সময় শাহরুখ খানের 'চলতে চলতে' ছবির শুটিংয়ে বাগড়া দেন সালমান।
তবে এরপর দুজনে আবার আপসে মিলে গেলেও, ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে আবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেদিন বলিউডের দুই মহারথীর ঝগড়া নিয়ে বড় বড় শিরোনাম হয়েছিল খবরের পাতায়। ঝগড়ার কারণ অনুসন্ধান করতেও উঠেপড়ে লেগেছিল ভারতীয় গণমাধ্যমগুলো।
শাহরুখ খান দুজনের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, মুখ খুলেছিলেন 'বজরঙ্গি ভাইজান'। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তখন শাহরুখকে এক হাত নেন সালমান। অভিনেতা বলেন, "ক্যারিয়ারের শুরুর দিকে যখন টিকে থাকার সংগ্রাম করছিলো শাহরুখ, ওই সময়টায় সে আমাকে 'স্যার' বলে ডাকতো।"
সাক্ষাৎকারে 'এক থা টাইগার' তারকা বলেন, "শাহরুখ আমার ভাইয়ের মতো ছিল। ক্যারিয়ারে সংগ্রামের দিনগুলোতে আমাকে স্যার বলে ডাকতো। আমি শাহরুখকে মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য যেতে দেখেছি। এখন সে পুরোপুরি ভিন্ন মানুষ। এখন শুধু সৃষ্টিকর্তাই পারেন আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ফিরিয়ে আনতে; তা নাহলে আর কোনো সম্ভাবনা নেই।"
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারেও প্রায় এক কথা বলেন সালমান। আরও জানিয়েছিলেন, তিনি গণমাধ্যমের সামনে সেদিনের ঝগড়ার ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ কিছু প্রতিবেদনে তাকে 'ভিলেন' হিসেবে দেখানো হচ্ছে।
সময়ের সাথে সাথে শাহরুখ এবং সালমান কিভাবে ভিন্ন ব্যক্তিত্বে পরিণত হলেন, তা নিয়েও কথা বলেছিলেন সেদিন সালমান। জানিয়েছিলেন, একসময় শাহরুখকে তিনি আপন ভাই আরবাজ ও সোহেলের মতোই দেখতেন।
একই সাক্ষাৎকারে বিবেকের সাথে ঝগড়া এবং সবার সামনে সালমানের ক্ষমা চাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, তার সাথে মিটমাট করার কোনো সম্ভাবনা নেই। কারণ এই কাজ তিনি জেনেশুনেই করেছিলেন। এটা অপরিকল্পিত ছিল না বা হঠাৎ রাগের মাথায় করেননি।
তবে এই সব অতীতকে ছাপিয়ে, কয়েক বছর পর বলিউডের দুই শীর্ষ তারকা আবারও বন্ধু হয়ে গেছেন। টিউবলাইট এবং জিরো'র মতো ছবিগুলোতে তাদের একসাথে দেখা গেছে। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের মাদক মামলার সময়েও সবার আগে এগিয়ে এসেছিলেন সালমান খান।
ভক্তদের জন্য সুখবর এই যে, খুব শীঘ্রই 'পাঠান' ও 'টাইগার ৩' ছবিতে একসাথে দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে।
সূত্র: এমএসএন