নাতনিকে দেখার অপেক্ষায় দিন গুনছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া
চলতি বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস। লস অ্যাঞ্জেলসেই শিশুর দেখভাল করছেন তারা। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বাচ্চাটির স্বাস্থ্যের কথা মাথায় রেখে ও করোনা পরিস্থিতির জন্য এখনও তার সাথে দেখা করার সৌভাগ্য হয়নি তার।
জানুয়ারিতে নিক-প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তারা। যদিও শিশুটি ছেলে না মেয়ে তা নিয়ে কোনও কথাই বলেননি তারা। ক'দিন পর প্রিয়াঙ্কার এক তুতো বোন নিশ্চিত করেন, মেয়ে হয়েছে 'দেশি গার্লের'।
মধু চোপড়া জানান, 'আমি তো ওকে এখনও দেখিনি। ও লস অ্যাঞ্জেলসে আর আমি এখানে। আমরা মাঝেমধ্যে ফেসটাইম করি। আমার মনে হয় বাচ্চাটি খুবই মজার আর হাসিখুশি। এখন এর বেশি আর কিছু বলা আমার পক্ষে সম্ভব না।' আপাতত মধু চোপড়া অপেক্ষা করে আছেন নাতনির ভারতে ফেরার। বলেন, 'এটাও ওর দেশ, ও নিশ্চয়ই আসবে।'
মধু আরও জানান দিদিমা হওয়ার খুশি তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। বলেন, 'আমার যে কী আনন্দ হয়েছে! এই খুশির খবর শোনার জন্য কতদিন অপেক্ষা করেছিলাম। এখন তো আমি মেয়ে আর ছেলের কথা ভাবিও না। সবসময় নাতনির কথা ভাবি।'
শিগগিরই 'জি লে জারা'র শ্যুট করতে ভারতে আসার কথা রয়েছে প্রিয়াঙ্কার।