মামলা চলাকালীন মাসে ২০ লাখ টাকা বাড়ি ভাড়া দিতেন অ্যাম্বার হার্ড!
মার্কিন মুলুকে আয়েশি জীবনযাপনের খরচ যে অনেক বেশি, সেকথা সবারই জানা। তার উপর যদি হন বিখ্যাত তারকা, তাহলে তো শুধু মাথা গোঁজার ঠাঁই হলেই চলে না; তার সঙ্গে থাকে আরো শত রকম চাহিদা-প্রত্যাশা। কিন্তু এই সবকিছু জানা সত্ত্বেও হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের খণ্ডকালীন বাড়িভাড়ার অংকটা পিলে চমকে দেওয়ার মতোই! প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে মানহানি মামলা চলাকালে এই বাড়িই ভাড়া করেছিলেন অ্যাম্বার হার্ড। যার সেই বাড়ির ভাড়া ছিল মাসিক ২২,৫০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০ লাখ ৭ হাজার ৮৪৯ টাকা!
সংবাদমাধ্যম টিএমজেড- এর দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মারফত এই বাড়িভাড়ার তথ্য পেয়েছে তারা। এমনকি মামলার শুনানি চলাকালীন অভিনেত্রীর প্রতিবেশীদের সাথে কথাও বলেছে তারা। প্রতিবেশীদেরও দাবি, উল্লেখিত ওই বাড়িতে নিজের মেয়ে, বোন ও নিরাপত্তারক্ষীদের নিয়ে আসা-যাওয়া করেছেন অ্যাম্বার হার্ড।
কিন্তু মাসিক ২২,৫০০ ডলারের বিনিময়ে কী কী পাছেন 'অ্যাকুয়াম্যান' তারকা? প্রথমেই বলে রাখা ভালো, অ্যাম্বার হার্ডের এই ভাড়া বাড়িটি ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি কোর্টহাউজ থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে। এক একর জমির ওপর ১৩,০০০ বর্গফুটের এই রাজকীয় মহলের আছে নিজস্ব টেনিস কোর্ট, একটি হোম থিয়েটার রুম, ফিটনেস রুম ও স্পা। বাড়ির ভেতরে ঠিক কয়টি বাথরুম আছে তা যদিও সঠিক জানা যায়নি; তবে পাঠকের অনুমানের সুবিধার্থে বলে রাখি, সম্প্রতি জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লিক জুটির ২০,০০০ বর্গফুটের বাড়িতে বাথরুম ছিল ১৭টি।
গড়পড়তা আমেরিকানদের জন্য ২২,৫০০ ডলার বিশাল অংক হলেও, তারকাদের বেলায় তা খবরের শিরোনাম হয় না। কাইলি, কেন্ডল ও ক্রিস জেনার একবার মাসিক ৪৫০,০০০ টাকায়ও বাড়ি ভাড়া করেছিলেন! সে তুলনায় অ্যাম্বার হার্ডের বাড়ি ভাড়া আসলে কিছুই নয়। কিন্তু জনি ডেপের সাথে মামলাকে কেন্দ্র করে অভিনেত্রীর আর্থিক হিসাব-নিকাশ লাইমলাইটে আসায়, বাড়ি ভাড়াও হয়ে উঠেছে আলোচনার বিষয়।
মাত্র কদিন আগেই মানহানি মামলায় পরাজয় ঘটেছে হার্ডের। শোনা যাচ্ছে, রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবেন অভিনেত্রী। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো, এই মুহূর্তে নিজের প্রাক্তন স্বামীকে ৮.৩ মিলিয়ন ডলার দিতে বাধ্য অ্যাম্বার হার্ড, কিন্তু তার আইনজীবি বলছেন- এই টাকা পরিশোধের সামর্থ্য নেই 'জাস্টিস লীগ' অভিনেত্রীর। স্বভাবতই প্রশ্ন আসে, তাহলে এই মোটা অংকের টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন কী করে অ্যাম্বার হার্ড?
২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত জনি ডেপের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অ্যাম্বার হার্ড। কিন্তু এই জুটির সম্পর্কের পুরো সময়টাই ছিল ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ। বিচ্ছেদের পর থেকেই একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগের আঙুল তুলেছেন এবং আদালতে আইনি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন। সর্বশেষ জনি ডেপ অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলা করেন। গণমাধ্যমে বহুল আলোচিত এই মামলায় অবশেষে জয়লাভ করেন ডেপ।
মামলার রায়ে জুরিরা ক্ষতিপূরণস্বরূপ জনি ডেপকে ১৫ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন অ্যাম্বার হার্ডকে। তবে ভার্জিনিয়ার আইনের কারণে এমনিতেই তা ১০.৩ মিলিয়ন ডলারে নেমে আসে। তবে এই এক রায় অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে গেলেও, মানহানি সংক্রান্ত অন্য একটি রায়ে জুরিরা তাকে ২,০০০,০০০ ডলারে পুরস্কৃত করেন। সেখান থেকেই তিনি তার প্রাক্তন স্বামীকে টাকা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে জনি ডেপ বনাম অ্যাম্বার হার্ড আইনি লড়াই যে এখনই শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। অদূর ভবিষ্যতে আবারও তাদেরকে আদালত প্রাঙ্গণে দেখা যাবে বলে অনেকের ধারণা। তবে তাদের পরবর্তী আইনি উদ্যোগ কী হবে তা এখনো অস্পষ্ট। তবে যাই ঘটুক না কেন, জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলা যে গণমাধ্যমে সাড়া ফেলবে সে ব্যাপারে সবাই নিশ্চিত।
- সূত্র: সিনেমা ব্লেন্ড