বিস্ফোরণের ঘটনায় কুর্দি জঙ্গিদের দায়ী করলো তুরস্ক, বোমারুসহ গ্রেপ্তার ২২
রোববার (১৩ নভেম্বর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ব্যস্ততম একটি সড়কে বিস্ফোরণের ঘটনায় কুর্দি জঙ্গিদের দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। হামলার ঘটনায় সোমবার (১৪ নভেম্বর) বোমা স্থাপনকারী ব্যক্তিসহ ২২ সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। খবর রয়টার্সের।
গতকাল স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিট নাগাদ শহরের ইস্তিকলাল অ্যাভিনিউয়ের তাকসিম স্কয়ার এলাকার একটি জনবহুল শপিং স্ট্রিটে বিস্ফোরণটি ঘটে। এখন পর্যন্ত এতে ৬ জন নিহত ও ৮১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু বলেন, "যে ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে, রাস্তায় বোমা রেখে গেছে, তাকে আটক করা হয়েছে। এর আগে, আরও প্রায় ২১ জনকে আটক করা হয়েছিল।"
টেলিভিশন সংবাদের প্রতিবেদনে আটক এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে, যাকে দেখে একজন নারী বলে মনে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের কিছুক্ষণ আগে ফুলের তোড়ার নিচে একটি ব্যাগ রেখে যান ওই নারী। এর পরপরই বিকট বিস্ফোরণে কেপে ওঠে ওই এলাকা।
এর আগে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছিলেন, একজন নারী এ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
অতীতেও কুর্দি, ইসলামপন্থী এবং বামপন্থী জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তুরস্ক। ২০১৬ সালে ইস্তাম্বুল ফুটবল স্টেডিয়ামের বাইরে জোড়া বোমা হামলায় ৩৮ জন নিহত এবং ১৫৫ জন আহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা।
স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু বলেন, ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে হামলার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর সিরিয়ার শহর কোবানিতে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি বাহিনী সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
বোমারু উত্তর সিরিয়ার আফরিন অঞ্চল পার করে এসেছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা পর্যবেক্ষণ করেছি, হামলার নির্দেশ কোবানি থেকেই এসেছে।"
এদিকে, তুর্কি সরকার হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করলেও এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।