হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দাবি ইসরায়েলের
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
আইডিএফের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, 'হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাস ছড়াতে পারবেন না।'
বৈরুতে রাতে ধারাবাহিক হামলার পর এই বিবৃতি দিল আইডিএফ। ইসরায়েল জানিয়েছে, নাসরুল্লাহ ও অন্য হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়েছিল।
তবে হিজবুল্লাহ এখনও নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে দক্ষিণ বৈরুতে শনিবার সকাল পর্যন্ত বিমান হামলা অব্যাহত ছিল। বিবিসির সংবাদদাতা দাহিয়ার বেশ কয়েকটি স্থানে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি রকেট শনাক্ত করার পর তারা আজ সকালে বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে।
শুক্রবার লেবাননের কর্মকর্তারা জানান, এক বিমান হামলায় ছয়জন নিহত ও ৯১ জন আহত হয়েছে।
এছাড়া সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
হামলা এবং এর ফলাফল নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। তার এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হলো।