কামরান আকমলের বাড়ি থেকে কোরবানির ছাগল চুরি!
চুরি গেল কোরবানির ছাগল, তা-ও আবার দেশের একজন শীর্ষস্থানীয় সাবেক ক্রিকেটারের! শুনতে অবিশ্বাস্য, অবাস্তব কিংবা অসম্ভব বলে মনে হলেও, এমন ঘটনাই ঘটেছে সব সম্ভবের দেশ পাকিস্তানে।
ছাগল চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিটি কামরান আকমল, যিনি বছর পাঁচেক আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে খেললেও, নিয়মিতই মাঠের বাইরের নানা চমকপ্রদ ঘটনায় খবরের শিরোনাম হন।
গেল শুক্রবার পাকিস্তানি সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান আকমলের ছাগলটি চুরি যায় একটি লাহোরের বেসরকারি হাউজিং সোসাইটিতে অবস্থিত তার বাড়ির বাইরে থেকে। এ বাড়িতেই সপরিবারে বাস করেন কামরান, উমর, আদনান আকমলরা।
কামরানের বাবা মোহাম্মদ আকমল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা এবার কোরবানি দেওয়ার জন্য সব মিলিয়ে ছয়টি ছাগল কিনেছিলেন। ছাগলগুলো বাড়ির বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি ধারণা করেছেন, চুরির ঘটনাটি ঘটেছে ভোররাত তিনটার দিকে, যখন প্রাণিগুলো ঘুমিয়ে ছিল। একজনের ওপর প্রাণীগুলোকে পাহারা দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছিল ।
আকমল আক্ষেপ করে বলেন, চোর এসে তাদের এবারের কেনা সেরা ছাগলটিই চুরি করে নিয়ে গেছে।
"ছাগলগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটাকেই চুরি করে নিয়ে গেছে চোরের দল। ছাগলটা কিনেছিলাম ৯০ হাজার রুপিতে," এক বিবৃতিতে বলেন মোহাম্মদ আকমল।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই আলো ছড়িয়েছেন কামরান আকমল। ৫৩টি টেস্ট ম্যাচ খেলে তিনি ৬টি শতক ও ১২টি অর্ধশতকসহ মোট রান তোলেন ২,৬৪৮। ১৫৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তার নামের পাশে রয়েছে ৫টি শতক ও ১০টি অর্ধশতকসহ ৩,২৩৬ রান। এছাড়া ৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ থেকেও তার সংগ্রহ ৯৮৭ রান।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস