মাধ্যমিকের পর প্রাথমিকের ক্লাসও টিভিতে
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সারা বিশ্বের অধিকাংশ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই পড়াশোনা। বিশ্বের বিভিন্ন দেশেই অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে বাংলাদেশের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে অনলাইনে পাঠদানের সুযোগ নেই বলে, সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। ঘরে টেলিভিশনের সামনে বসেই ক্লাস করতে পারছেন শিক্ষার্থীরা।
গত ২৯ মার্চ থেকে 'আমার ঘরে আমার ক্লাস' শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসপ্তাহের মধ্যেই প্রাথমিকের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হবে।
এই ক্লাস দেখে শিক্ষার্থীদের বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
বাসায় বসে শিক্ষকরা কীভাবে এসব ভিডিও কনটেন্ট তৈরি করবেন সেই নির্দেশনা তাদের দেওয়া হয়েছে জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিহউল্লাহ বলেন, ব্যাকগ্রাউন্ড কেমন হবে সে বিষয়েও বলে দিয়েছি। শিশুদের পাঠ তাদের মত করেই তৈরি করা হচ্ছে। শিক্ষকদের তৈরি ভিডিওতে কিছু অ্যানিমেশন যুক্ত করা হবে।
তিনি বলেন, "সংসদ টিভির সঙ্গে আমাদের কথা হয়েছে। এই টিভি ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এসব কনটেন্ট আপলোড করব।"