নরসিংদীতে ‘করোনা আক্রান্ত’ সন্দেহে একটি বাড়ি লকডাউন
নরসিংদীর পলাশ উপজেলায় এক ব্যক্তির জ্বর, ঠাণ্ডা ও কাশি থাকায় তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির সদস্যদেরও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওই বাড়ির আশপাশে বাঁশ ও বেড়া দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার পিরিন্দার টেক গ্রামের ওই বাড়িতে ৪০ বছরের এক পুরুষের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক ওই বাড়িটি লকডাউন করা হয়। একই সঙ্গে তার বাড়ির পার্শ্ববর্তীদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, গত কয়েকদিন আগে ইতালী ফেরত বোনের বাড়িতে ওই ব্যক্তি বেড়াতে যান। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন। স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি সেখানে বসবাস করেন। তার শরীরের নমুনা সংগ্রহ করতে রাজধানীর আইইডিসিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে পরীক্ষা করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জহিরুল আলম জানান, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন বাড়ির আশ পাশে যেতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে। লকডাউন হওয়া বাড়ি গুলোতে পুলিশ নিয়মিত খাদ্যসামগ্রী সরবরাহ করবে।