উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কাতার-ইকুয়েডর, এগিয়ে কারা?
শেষ হতে যাচ্ছে অপেক্ষার প্রহর, সাধারণত ৪ বছর পরপর আসা ফুটবল বিশ্বকাপের জন্য এবার অপেক্ষা করতে হয়েছে আরও ৫ মাস বেশি। সেজন্যই কিনা উন্মাদনাটাও অন্যান্যবারের থেকে একটু হলেও বেশিই মনে হচ্ছে।
স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের মধ্যেকার ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় রাত ১০ টায় আল বাইত স্টেডিয়ামে বাজবে এবারের বিশ্বকাপের প্রথম বাঁশি।
কাতার-
নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে কাতার। সেটিও স্বাগতিক হওয়া সত্ত্বে স্বয়ংক্রিয়ভাবে। এর আগে কখনও এশিয়ান কোয়ালিফাইং রাউন্ডই পার হতে পারেনি তারা। টুর্নামেন্টের সবথেকে দুর্বল দলগুলোর একটিও এবার কাতার। ফিফা র্যাংকিংয়ে স্বাগতিকরা আছে ৫১ নাম্বারে। কাতার দলে নেই কোনো বড় তারকাও।
তবে স্বাগতিক হওয়ায় দর্শক সমর্থনের পাল্লা ভারী থাকবে কাতারের দিকেই। রেকর্ডও কথা বলছে তাদের পক্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচে হারেনি কোনো স্বাগতিক দলই। নিজেদের শেষ দেখায় ইকুয়েডরকে ৪-৩ গোলে হারিয়েছিল কাতার। সম্প্রতি আরব কাপও অনুষ্ঠিত হয়েছিল কাতারে। যেখানে স্বাগতিকরা ৩য় হয়ে টুর্নামেন্ট শেষ করে। সাম্প্রতিক সময়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এটিই কাতারের সর্বোচ্চ অর্জন।
গ্রুপ 'এ' তে ইকুয়েডর ছাড়া কাতারের বাকি দুই প্রতিপক্ষ ধারে-ভারে অনেক বেশিই এগিয়ে। সেনেগাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন দেখার চেয়ে ইকুয়েডরের সঙ্গে পয়েন্ট পাওয়ার আশাটাই বেশি বাস্তব।
ইকুয়েডর-
দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইকুয়েডর। এবারের বিশ্বকাপ নিয়ে ইকুয়েডরের এটি চতুর্থ অংশগ্রহণ। ফিফা র্যাংকিংয়ের ৪৬ নাম্বারে থাকা ইকুয়েডরের সামর্থ্য আছে বড় দলগুলোকে চমকে দেওয়ার। বিশেষ করে কাতারের আবহাওয়া দক্ষিণ আমেরিকার সাথে মানানসই হওয়ার কারণে অনেক ইউরোপিয়ান দলই নিজেদের সেরাটা দিতে পারবে কিনা সেটি সন্দেহের বিষয়। সেই সুযোগ নিয়ে অঘটন ঘটিয়ে দিতেও পারেও ইকুয়েডর। যদিও কোপা আমেরিকার সর্বশেষ আসর মোটেই ভালো কাটেনি তাদের, সেই দুঃখ ভোলার জন্য বিশ্বকাপকে পাখির চোখ করছে ইকুয়েডর।
কাতারের বিপক্ষে ম্যাচে ফুটবলীয় শক্তিমত্তায় ফেভারিট ইকুয়েডরই। যদি কাতারের দর্শক সমর্থনের চাপ সামলে খেলতে পারে তারা, কাতারকে হারানোর মতো সামর্থ্য আছে তাদের। ইকুয়েডর দলে ইউরোপের বড় লীগে খেলা খেলোয়াড় আছেন বেশ কজন। তাদের সামর্থ্য এবং অভিজ্ঞতার কাছে পিছিয়ে আছে স্বাগতিক কাতার।
সম্ভাব্য একাদশ-
কাতারঃ আল- শীব, মিগুয়েল, আল- ওয়ারি, সালমান, হাসান, আহমেদ, হাতেম, বোউদিয়াফ, আল-হায়েদোস, আলি, আলিফ।
ইকুয়েডরঃ ডমিঙ্গেজ, প্রিসিয়াদো, টোরেস, হিনকাপিয়ে, এস্তুপিনান, গ্রুয়েজো, কাইসেদো, সিফুয়েন্তেস, প্লাটা, ভ্যালেন্সিয়া, ইবারা।
এক নজরে কাতার-ইকুয়েডর ম্যাচ-
গ্রুপ- এ।
তারিখ- ২০ নভেম্বর, ২০২২।
দিন- রবিবার।
সময়- বাংলাদেশ সময় রাত ১০ টা।
ভেন্যু- আল বাইত স্টেডিয়াম।