আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা বন্ধের প্রতিবাদে পুরুষ শিক্ষার্থীদের ক্লাস বর্জন
আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে ইসলামি শরীয়াহ মোতাবেক দেশ পরিচালনার নামে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি 'মেয়েরা বিয়েবাড়ি যাওয়ার মতো সেজেগুজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে' এমন যুক্তি দেখিয়ে নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। তালেবানের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে পুরুষ শিক্ষার্থীরা লাগাতার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে, খবর এনডিটিভির।
তালেবান সরকার নারীদের উচ্চশিক্ষা বন্ধের সিদ্ধান্ত নিলে কাবুলের রাস্তায় নেমে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল আফগানিস্তানের নারী শিক্ষার্থীরা। প্রতিবাদ করতে যেয়ে ইতোমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তীব্র নির্যাতনের স্বীকার হয়েছেন আফগান নারীরা। তবে এবার শুধু নারীরাই নন, বরং এ সিদ্ধান্তের প্রতিবাদে যুক্ত হয়েছেন আফগানিস্তানের ছাত্ররাও। রাজপথে সহপাঠী নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তালেবান শাসকগোষ্ঠীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন তারা।
প্রতিবাদরত ছাত্ররা জানিয়েছেন, যে দেশে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নেই, সেই দেশে পুরুষ হিসেবে তারাও উচ্চশিক্ষা নিতে চান না। যতদিন নারীরা ক্লাস করতে না পারবে, ততদিন তারাও যোগ দেবেন না বিশ্ববিদ্যালয়ের ক্লাসে।
আফগানিস্তানের স্থানীয় চ্যানেল টোলো নিউজে মোজাম্মেল নামের এক ছাত্র বলেন, "তালেবান সরকারের নারীদের উচ্চশিক্ষা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের ক্লাস বয়কট চলবে। যতদিন না মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় খুলছে, ততদিন আমরাও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যোগদান বন্ধ রাখব। দরকার হলে বৈষম্যমূলক এমন উচ্চশিক্ষা নেবই না।"
শুধু শিক্ষার্থী নন, শিক্ষকেরাও তালেবান সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন। টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ছাত্রীদের ক্লাসে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ। তফিকুল্লাহ নামের এক অধ্যাপক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ''আমরা ইসলামিক আমিরাতের কাছে অনুরোধ করেছি অবিলম্বে আমাদের বোনেদের ক্লাসে ফেরানোর জন্য।
২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নানা শর্ত আরোপ করেছিল তালেবান সরকার। এছাড়াও জিমনেশিয়াম ও পার্কের মতো পাবলিক স্থান এবং কর্মক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। আর সর্বশেষ চলতি বছরের ডিসেম্বরের শুরুতে মেয়েদের উচ্চশিক্ষায় তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এ নিষেধাজ্ঞা জারিকে আন্তর্জাতিক মহল মানবধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।