বাদ পড়ে চোটকে দুষছেন পিএসজি কোচ
ম্যাচের আগেই নেইমারের চোটকে পরোক্ষভাবে দলের জন্য ভালো দাবি করেছেন পিএসজি কোচ। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে হারের পর আবার চোটকেই দায়ী করছেন ক্রিস্তোফ গালতিয়ের।
গোড়ালির চোটে নেইমার ছিলেন না, মৌসুমই শেষ হয়ে গিয়েছে ব্রাজিলিয়ান তারকার। তবে তাকে ছাড়াই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন গালতিয়ের।
বায়ার্নের মাঠে পাত্তাই পায়নি পিএসজি। ম্যাচের স্কোরলাইন ২-০ হলেও জার্মান জায়ান্টরা গোল পেতে পারতো আরো। অন্যদিকে খুঁজেই পাওয়া যায়নি পিএসজির মহাতারকা জুটি লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পেকে।
দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে পিএসজি। গত সাত বছরের মধ্যে পঞ্চমবারের মতো শেষ ষোলো থেকে বিদায় নিলো ফরাসি দলটি। আর এই বিদায়ের পর দলের কোচ গালতিয়ের দুষছেন চোটকে, 'আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা পাইনি। চোটের কারণে তারা খেলতে পারেনি। আমাদেরকে নিজেদের খেলার ধরণ বদলাতে হয়েছে। যা আমাদের জন্য অসুবিধা তৈরি করেছে।'
নিজের ভাগ্যকে দোষারোপ করলেও প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে প্রাপ্য সম্মান দিতে ভোলেননি গালতিয়ের, 'বায়ার্ন দুই লেগেই আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে আমরাও এই ম্যাচে ভালো খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি।'
পিএসজির মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন আবারো ভঙ্গ হলো। গালতিয়ের আর কদিন তাদের কোচ হিসেবে থাকেন সেটিই এখন সন্দেহের বিষয়।