আনুষ্ঠানিকভাবে আকমল এখন ‘নির্বোধ’
সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি পাওয়ায় আকমলকে নির্বোধ বলে ডাকলেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।
ফিক্সিংয়ের বিরুদ্ধে সব সময়ই প্রতিবাদী রমিজ রাজা। ফিক্সারদের কোনো রকমের ছাড় দেওয়ার পক্ষে নন তিনি। উমর আকমলের এমন কাণ্ডেও চটেছেন পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলা রমিজ।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে উমর আকমলের বিষয়ে রমিজ রাজা লিখেছেন, 'আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লেখাল উমর আকমল। তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের উপযুক্ত সময় এখনই। জেলই হচ্ছে এদের একমাত্র জায়গা।'
১১ বছরের ক্যারিয়ারে অনেক বিতর্কের সঙ্গে আকমলের নাম জড়িয়েছে। অন্যান্য সময় পার পেয়ে গেলেও এবার বড় শাস্তির খড়্গে পড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে এবারের অভিযোগটাও গুরুতর। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ তোলে পিসিবি।
এর আগে থেকেই (২০ ফেব্রুয়ারি) সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন আকমল। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কারণে আকমল আজীবন নিষিদ্ধ হতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশিত করেছিল।
পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। তিন ফরম্যাটে ৫ হাজারেরও বেশি রান করেছেন তিনি। ওয়ানডেতে দুটি ও টেস্টে একটি সেঞ্চুরি করেছেন আকমল।
আগামী ২৬ মে ৩০ বছর পূর্ণ হবে পাকিস্তানের এই ক্রিকেটারের। এই বয়সে এসে তিন বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথটা কঠিনই হয়ে গেল আকমলের জন্য।