অবরোধের আগের দিন ও সকালে আগুনে পুড়ল ৯ বাস-পিকআপ
বিএনপি ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন ঘিরে শনিবার রাত ৮টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
সকাল ৬টা ৯ মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সব মিলিয়ে ঢাকায় সাতটি, গাজীপুরে একটি ও বরিশাল সদরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে আটটি বাস ও একটি পিকআপ পুড়ে যায়।
শনিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটে রাজধানীর মিরপুর-১৩ এলাকায় কাফরুল থানার কাছে একটি বাসে আগুন লাগে।
মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও গাজীপুরের জয়দেবপুরের জুগীতলা এলাকায় রাত ৯টা ৩৩ মিনিটে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।
এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর সার্কুলার রোড এলাকায় নটরডেম কলেজের বাইরে একটি বাসে আগুন দেওয়া হয়।
সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
এছাড়া রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।
অন্যদিকে রাত নয়টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে অপর যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ীর একটি ফলের বাজারের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।
এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার সকাল ৭টা ১০ মিনিটে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু করেছে; রোববার সকাল ছয়টা থেকে এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।