সৌদি আরবে তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে বাধা, স্থগিত সুপার কাপের ম্যাচ
সৌদি আরবে হওয়ার কথা ছিল তুরস্কের সুপার কাপের ম্যাচ। কিন্তু সেটি স্থগিত হয়ে গেছে। কারণ, সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে দেয়নি।
তুর্কি সুপার কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা গ্যালাতাসারে ও ফেনেরবাচের। কিন্তু এই দুই ক্লাবের খেলোয়াড়রা অভিযোগ করেছেন, ম্যাচের ভেন্যু সৌদি আরবের কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সঙ্গীত বাজাতে দেয়নি।
শুধু তাই নয়, আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্কের স্লোগান লেখা টি-শার্টও পরতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর জেরে তুর্কি সুপার কাপের ম্যাচটি স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
১৯৬৬ সাল থেকে তুরস্কের ঘরোয়া দুই ফুটবল টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে এক ম্যাচের তুর্কি সুপার কাপ আয়োজিত হয়ে আসছে। বেশির ভাগ সময়ই নিজেদের মাঠে হয়ে এসেছে ম্যাচটি। এর আগে চারবার বাইরের ভেন্যুতে হয়েছে এই ম্যাচ, এর মধ্যে তিনবার জার্মানিতে এবং একবার কাতারে।
এটি ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে। ম্যাচ খেলার কথা যে দুই ক্লাবের, সেই গ্যালাতাসারে ও ফেনেরবাচের খেলোয়াড়দের সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং ম্যাচের আগে গা গরমের সময় কামাল আতাতুর্কের স্লোগান লেখা টি-শার্ট পরতে না দেওয়ায় তারা মাঠ ছেড়ে বেরিয়ে যান। যদিও আয়োজক কর্তৃপক্ষ দাবি করেছেন, ক্লাব দুটি তাদের নিয়মকানুন মানেনি।