বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক ভেঙে পৌনে ১০ লাখ টাকা চুরি
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট এলাকায় এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে পৌনে ১০ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় ব্যাংকের ভবনটির সিড়ি ঘরের তালা কেটে চুরির এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে ঘটনাটি জানাজানি হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্লীমঙ্গল হাটে দুই তলা পাকা বাড়ির নিচতলার একটি ইউনিটে এনআরবিসি ব্যাংকের উপশাখা রয়েছে। এখানে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএসেরও অফিস। ব্যাংক ও এনজিও ভবনেই বাড়ির মালিক মালিক আব্দুর রাজ্জাক বসবাস করেন। আজ ভোরে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় তার ইউনিটের দরজা বন্ধ পান তিনি। পরে তিনি ওপরের এক ভাড়াটিয়াকে ফোন করেন। ভাড়াটিয়া জানান তার দরজাও বাইরে থেকে বন্ধ।
পরে এসকেএসের এক কর্মকর্তাকে ফোন করেন রাজ্জাক। তিনি জানান, এসকেএসের ক্যাশিয়ার অফিসের পাশেই থাকেন। এরপর তিনি তার এক আত্মীয়কে ফোন করে ডাকেন। এরপর এসকেএসের এক কর্মকর্তা এসে বাজারের সবাইকে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা খুলে দিলে বাইরে বেরিয়ে রাজ্জাক দেখেন ব্যাংকের অফিসের দরজা ও সিন্দুক খোলা।
রাজ্জাক সঙ্গে সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
এনআরবিসি ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার হিসাব-নিকাশ করে ব্যাংক বন্ধ করা হয়। আজ ভোরে তিনি চুরির ঘটনা জানতে পারেন।
তিনি জানান, মোট ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরি হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের এই উপশাখায় ১০ লাখ টাকা পর্যন্ত লিমিট। ১০ লাখ টাকার ওপরে হলে আমরা মাদার ব্যাংকে (মূল শাখা) জমা দিয়ে আসি। বৃহস্পতিবারে ১০ লাখ টাকার কম ছিল। তাই মূল শাখায় জমা দেওয়া হয়নি।'
ব্যাংক কর্মকর্তারা জানান, এই উপশাখায় গ্রাহকদের শুধু অ্যাকাউন্ট খোলা হয়। আর এখান থেকে বিভিন্ন ক্ষুদ্রঋণ পরিচালনা করা হয়। এখানে ব্যাংকের তিনজন কর্মকর্তা কাজ করেন। তবে কোনো নিরাপত্তাকর্মী ছিল না। এই উপশাখায় সিসিটিভির যন্ত্রপাতি দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করে আজ দুপুরে বলেন, 'এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখানে ভল্টও নেই। সিন্দুকে টাকা রাখা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকে টাকা চুরি করেছে।'
তিনি আরও বলেন, 'আমাদের থানা ও ডিবি পুলিশকে মাঠে নামানো হয়েছে। আমরা ঘটনার সঠিক বিশ্লেষণ করে জড়িতের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করব।'